সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বুড়াইলপাড়া সামাজিক কবরস্থানের নির্মাণ কাজের উদ্বোধন, বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড পরিদর্শন ও রামজীবন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
আজ শুক্রবার সাংসদ শামীম রামজীবন ইউনিয়নের সাবেক জাতীয় পাটির সভাপতি এটিএম এনামুল হক মন্টুর বাড়িতে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সহ-সভাপতি মাওলানা আুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, দপ্তর সম্পাদক রাকিব মো. হাদিউল ইসলাম, রামজীবন ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, কৃষক পাটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, এমপির বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি, উপজেলা ছাত্র সমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন, সহ-সভাপতি মোসলিম মিয়াজি প্রমুখ।
এর আগে সাংসদ রামজীবন ইউনিয়ন ইউনিয়ন জাতীয় পাটির সাধারন সম্পাদক মরহুম আনছার আলীর কবর জিয়ারত করেন এবং কাশদহ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। মসজিদে তিনি আসন্ন নির্বাচন নিয়ে বক্তব্য রাখেন। পরে সর্বানন্দ ইউনিয়নের বুড়াইপাড়া সামাজিক কবরস্থানের নির্মাণ কাজের উদ্বোধন শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।